![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Nov/04/1636031731579.jpg&width=600&height=315&top=271)
সাদুল্লাপুরে এক বছরে ৬১ অগ্নিকাণ্ড
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বছরে ৬১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস স্টেশনে এক আলোচনা সভায় এ তথ্য জানান ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সহিদার রহমান।
তিনি জানান, উপজেলায় এক বছরে সিগারেটের আগুন থেকে ৯টি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ১৪টি, কয়েলের আগুন থেকে ৮টি, চুলার আগুন থেকে ৭টি, অসাবধানতায় ১৭টি এবং সড়ক দুর্ঘটনা থেকে ৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।