হাবল স্পেস টেলিস্কপে ধরা পড়ল রহস্যময় নীহারিকা ও সুপারবাবল!
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ১৬:২৩
নাসার হাবল স্পেস টেলিস্কোপে সম্প্রতি এন৪৪ নীহারিকার সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির একটির ছবি ধরা পড়েছে। এই বৈশিষ্ট্যটি অন্ধকার, তারার ফাঁক ছাড়া আর কিছুই নয়। একে এন৪৪ নীহারিকাতে সুপারবাবল বলা হয়। এন৪৪ হল একটি নির্গমন নীহারিকা। এটি উজ্জ্বল হাইড্রোজেন গ্যাস, ধুলোর অন্ধকার গলি, বিশাল নক্ষত্র এবং বিভিন্ন বয়সের নক্ষত্রের সমারেহ নিয়ে গঠিত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টেলিস্কোপ
- রহস্যময়