দেওয়ালির আগেই দিল্লির বায়ুদূষণ চরমে
বাজি ফাটা শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকেই। খড় পোড়ানো চলছে। আর দিল্লি ও তার আশপাশের গাজিয়াবাদ, নয়ডার মতো জায়গায় বায়ুদূষণের পরিমাপ বলছে, 'ভেরি পুওর' বা খুবই খারাপ।
বিশেষজ্ঞরা বলছেন, দেওয়ালির দিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সরকার যাই বলুক না কেন খড় পোড়ানো চলছে। শীত আসছে। হাওয়ায় তেজ না থাকলে দূষণ যাবে না। তার উপর যদি বাজি পোড়ানো শুরু হয়, তা হলে আবার অস্বাস্থ্যকর বায়ুদূষণের কবলে পড়তে বাধ্য দিল্লি। এখনই দিল্লির অধিকাংশ জায়গায় অবস্থা অস্বাস্থ্যকর। বায়ুদূষণ বাড়লে তা দিল্লিবাসীর যন্ত্রণার কারণ হতে বাধ্য।