যেভাবে শনাক্ত হলো গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো প্রাণীটি
গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো প্রাণীটিকে আজ বুধবার খেঁকশিয়াল হিসেবে শনাক্ত করেছে বনবিভাগের ২টি দল। এ কাজে সহযোগিতা করেছে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন 'তীর'।
রাজশাহী থেকে আসা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের একটি দল এবং ঢাকা থেকে বন বিভাগের পাঠানো ৩ সদস্যের বন্যপ্রাণী বিশেষজ্ঞ দল।
ভাইরাসে আক্রান্ত শিয়ালটির কামড়ে গত মাসে উত্তর হরিনাথপুর গ্রামের এক মসজিদের ইমাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর পরে পলাশবাড়ী উপজেলার ৫ গ্রামের মানুষকে আক্রমণ করে এই পাগলা শিয়াল। এর মধ্যে শিশু ও নারী রয়েছেন।