![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fraj-accident-20211103095813.jpg)
রাজবাড়ীতে ট্রাকচাপায় ইজিবাইক চালকের মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় বালুবাহী ট্রাকের চাপায় গুপি সাহা (৫২) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মিজানপুরের বাগমারা-জৌকুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গুপি সাহা গঙ্গাপ্রসাদপুর গ্রামের অমূল্য সাহার ছেলে।
স্থানীয় আলাউদ্দিন মিয়া জানান, জৌকুড়ায় যাত্রী নামিয়ে ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন গুপি সাহা। পথে বাগমারা খন্দকার পাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুপি সাহার মৃত্যু হয়।