আপনি যখন কোনো প্রবাসীকে জিজ্ঞাসা করবেন, তিনি কী চান, তখন তাঁর উত্তর হবে, ‘আমার কিচ্ছু চাওয়ার নেই, পরিবার সুখে থাকলেই আমি সুখী।’ সত্যিই প্রবাসীদের আসলে চাওয়ার কিছু নেই, তাঁরা কিছু চাইতেও জানেন না, তাঁরা জানেন শুধু দিতে। বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২০ লক্ষাধিক প্রবাসী দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, যাঁদের বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্যে তপ্ত রোদে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ কাটিয়ে দেয়। তাঁদের এ পরিশ্রম পরিবার-পরিজনের চাহিদা মেটায়, মুখে হাসি ফোটায় বটে, কিন্তু কখনো কি কেউ ভেবেছে এসব প্রবাসী আসলে কী চান?
প্রবাসীদের একটিই চাওয়া, তাঁদের মৃত্যু যদি এই মরুর দেশে হয়ে যায়, মৃতদেহ যেন হাসপাতালের মর্গে মাসের পর মাস পড়ে না থাকে। তাঁদের মৃতদেহ দেশে নেওয়ার জন্য সহকর্মীদের অন্য মানুষের কাছে যেন ভিক্ষা করতে না হয়। মৃতদেহ দেশে পাঠাতে যেন পরিবারের ভিটেমাটি বিক্রি করে কয়েক লাখ টাকা জোগাড় করতে না হয়।