![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F08%252F04%252F72bf49cbb4cf125c7a437df092bb54bd-5f293bc8a2896.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ছে
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ২০:৫৮
বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতু পাড়ি দিতে বাড়তি খরচ গুনতে হবে যানবাহনের মালিকদের। সরকার এই দুটি সেতুর টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। এতে বলা হয়েছে, শিগগিরই নতুন টোল হার কার্যকর হবে।