![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F1839ab4e-d4a4-4f94-b40d-014cd76895c7%252FWhatsApp_Image_2021_11_02_at_18_04_56.jpeg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
সৌদি আরবের কাছে ৩ গোল খেল বাংলাদেশ
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১৮:৩৪
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো দেখে যে শঙ্কাটা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই হলো সত্যি। টানা তিন ম্যাচ হেরে গ্রুপের তলানিতে থেকে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কুয়েতের কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে উড়ে যাওয়া; আজ শেষ ম্যাচে তাসখন্দের পাখতর স্টেডিয়ামে সৌদি আরবের কাছে বাংলাদেশ হেরেছে ৩–০ গোলে।