You have reached your daily news limit

Please log in to continue


কদর বেড়েছে প্লাস্টিকের মাদুরের

একটা সময় ঘাস (পাতি) দিয়ে তৈরি মাদুরের ব্যাপক কদর ছিল। পাতির তৈরি মাদুরের টেকশই এবং দামও বেশি। গত পাঁচ বছর থেকে নওগাঁয় পাতির মাদুরের চাহিদা কমতে থাকায় প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি মাদুর জায়গা করে নিয়েছে। গ্রাম-গঞ্জে, শহর-বন্দরে এ মাদুরের কদর বেড়েছে।

মাদুরকে বাহারি রঙে, ডিজাইনে, ফুলের আদলে আরও আকর্ষণীয় করা হচ্ছে। প্লাস্টিকের মাদুর মেশিনের সাহায্যে নিখোঁতভাবে তৈরি করা হয়। ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। এজন্য সম্ভাবনাময় হয়ে ওঠেছে প্লাস্টিকের মাদুর। তবে এ খাতে সরকারের সহযোগিতা পেলে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছে কারখানার মালিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন