বাইকের গতি বাড়ানোর উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১৬:১৪
বাইকপ্রেমীদের যেন আত্মার সঙ্গে জুড়ে থাকে তার শখের বাইকটি। দুই চাকার যানটির সঙ্গেই যেন তার যত সন্ধি। তবে ঠিক মতো পরিচর্চা না করা কিংবা আরও বিভিন্ন কারণে সাধের বাইকের গতি কমতে থাকে। কমবেশি সব বাইকারকেই এ সমস্যার সম্মুখীন হতে হয়।
বাইকের মাইলেজ কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাইকারের চালানোর ধরন এবং মেইনটেন্যান্স পদ্ধতি। শুধু নতুন নতুন ফিচারের বাইক কিনলেই এর ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। এজন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। সেই সঙ্গে আরও কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই বাইকের এ সমস্যার সমাধান করতে পারবেন।