দশ ইঞ্চির কম ইলিশ ধরা যাবে না
আগামী ৩০ জুন পর্যন্ত দেশে দশ ইঞ্চির কম ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দশ ইঞ্চির নিচে ইলিশের বাচ্চা ধরা হলে জাটকা ধরার অভিযোগে দণ্ডিত হবেন। বিক্রয়-বিপণন ও সংরক্ষণের জন্যও সাজা পাবেন আড়তদার এবং ব্যবসায়ী। গতকাল ১ নভেম্বর থেকে নিষেধাজ্ঞাটি শুরু হয়েছে।
বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী, এতদিন জাটকার আকার ছিল নয় ইঞ্চি। কিন্তু সম্প্রতি সে আকার এক ইঞ্চি বাড়ানো হয়েছে। এখন জাটকা বলতে বোঝানো হবে দশ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিষেধাজ্ঞা
- ইলিশ মাছ
- অবতরণ