বড়শিতেই চলে শতাধিক জেলের সংসার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের স্লুইসের ভেতরে ও স্লুইস-সংলগ্ন কচুপাত্রা নদীতে বড়শি ফেলে মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন শতাধিক জেলে। বর্তমানে নদীতে মাছ কম থাকায় কোনোমতে খেয়ে না-খেয়ে চলছে তাদের সংসার। ফলে অনেক জেলেই পরিবর্তন করছেন পেশা। সংকটে পড়ে তারা সহায়তার দাবি জানিয়েছেন মৎস্য বিভাগের কাছে।
সরেজমিনে দেখা গেছে, ওই স্লুইসের কচুপাত্রা নদীতে সারিবদ্ধভাবে রাখা আছে ছোট ছোট ডিঙি নৌকা। একটি নৌকায় এক-দুজন জেলে একটি চিকন লাঠির মাথায় সুতা বেঁধে তৈরি করেছেন বড়শি। নদীতে এ রকমের তিন-চারটা বড়শি ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তারা মাছের আশায়। কারও বড়শিতে ছোট ছোট চিংড়ি, গুলসা, বগনি, কোড়াল, গাগড়া, পাঙাশ, রুই, কাউন, পোয়া, বাইলা ও কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা দিচ্ছে। অনেকে আবার বড় সাইজেরও মাছ পাচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংসার
- জীবিকা নির্বাহ
- মাছ শিকার
- বড়শি