![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567695606.jpg&path=/uploads/news/2021/Oct/31/1635686709645.jpg&width=600&height=315&top=271)
কুবিতে ২ নভেম্বর থেকে বাস চলবে নতুন সূচিতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস শুরু হওয়ায় আগামী ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) এই সময়সূচি প্রকাশ করা হয়। সময়সূচি মোতাবেক কুমিল্লা শহর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ১টি এবং ৯টা ৫০ মিনিটে আরও ৫টি বাস শহর থেকে আলাদা আলাদা রুট হয়ে ক্যাম্পাসে আসবে।