ইন্দিরা গান্ধী : বাংলাদেশের অকৃত্রিম প্রিয়দর্শিনী
কাগজে-কলমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। দুই পক্ষই নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ গত একযুগে ভারতকে যতটা নিশ্চিতি দিয়েছে, বিনিময়ে পায়নি ন্যায্য অনেক পাওনাও। বিএনপি-জামায়াত আমলের কথা মনে করলে ভারত তার নিশ্চিতির মূল্য বুঝবে। তখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত, আওয়ামী লীগ আমলে সেটা একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু তার বিনিময়ে খোলেনি তিস্তার পানির সময়োপযোগী প্রবাহ।
বন্ধু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। আর বাংলাদেশের অবস্থান ভারতের একদম পেটের মধ্যে। তাই বৃহত্তম প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখাটা বাংলাদেশের জন্য খুব দরকার। কিন্তু একতরফা কোনো বন্ধুত্বই টেকে না। স্বার্থটা যখন দুই পক্ষের, তখনই সম্পর্ক টেকসই হয়। তবে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের যতটা তাগিদ, ততটা ফেরত পাওয়া যায় না।