![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmarrige-20211030202852.jpg)
বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি
বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কয়েকজন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছদাহা ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা মো. শাহজাহানের সঙ্গে চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী এলাকার মুক্তা বেগমের বিয়ের দিন ধার্য ছিল শনিবার।