'কুমিল্লায় মন্দিরে কোরআন রাখার ঘটনায় বিএনপি জড়িত'
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে। দুস্কৃতিকারীদের এমন বিচার করা হবে যাতে কোনোদিন মাথাচাড়া দিতে না পারে। এজন্য যার যার পরিবারকে নিয়ে সজাগ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাতে বিএনপি জড়িত বলে তিনি জানান।
আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের বহেরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।