প্রশাসন যখন রাজনৈতিক শক্তির ওপরে
বৈরাম খাঁর নিহত হওয়া নিয়ে নানান মত রয়েছে। কেউ কেউ মনে করেন, বৈরাম খাঁর প্রশাসনিক শক্তি সম্রাট আকবরের রাজশক্তির ওপরে ওঠে গিয়েছিলো বলেই সম্রাট আকবর তাঁকে হত্যা করান। বাস্তবে রাজনৈতিক শক্তিকে সব সময়ই প্রশাসনিক শক্তিকে সঙ্গে নিয়ে চলতে হয়। আর চলার পথে মাঝে মাঝেই বৈপরিত্য ঘটে। ইতিহাসের পাতা ঘাটলেই দেখা যায়, মাঝে মাঝেই কোনও সভাসদের শক্তি রাজা, কিং বা সম্রাটের শক্তিকে ছাড়িয়ে যায়।
কখনও বা সামরিক প্রশাসনের কেউ কেউ একইভাবে রাজা, কিং বা সম্রাটকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখন রাজশক্তি যদি ওই সভাসদের ও সামরিক প্রশাসনের সেনানীকে ক্ষমতাহীন করতে পারেন, তাহলে তার রাজশক্তি দিয়ে তিনি তার নিয়মেই রাজ্য পরিচালনা করতে পারেন। আর যদি ব্যর্থ হন তাহলে এক পর্যায়ে রাজশক্তি হয় পুতুল হয়ে যায়, না হয় ক্ষমতা হারায়।