![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Oct/30/1635561001925.jpg&width=600&height=315&top=271)
পাটুরিয়া ফেরিডুবি: চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু
পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরিডুবি ঘটনার তৃতীয় দিনে দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে তিন ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি উদ্ধারকারী অপর জাহাজ রুস্তম। ডুবে থাকা দুই ট্রাক উদ্ধারে অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
শনিবার সকাল ৮টার দিকে উদ্ধারের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেরি দুর্ঘটনা
- উদ্ধার অভিযান