উদ্ধারের সক্ষমতা নেই, সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
ডেইলি স্টার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১৬:১৮
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ২ দিন পর আজ সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সেখান থেকে বের হয়ে যেতে বলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক।
পরবর্তীতে তিনি ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে উত্তেজিত কণ্ঠে কথাও বলেন।
গনমাধ্যম কর্মীরা তার এমন আচরণের প্রতিবাদ করলে এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের শান্ত করেন।
বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেন, 'আমি দুর্ঘটনার সময় দেশের বাইরে ছিলাম। দেশে ফিরেই ঘটনাস্থলে এসেছি। আমরা সাধ্যমত উদ্ধার তৎপরতা চালাচ্ছি।'