কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাপিডিয়ার স্রষ্টা প্রফেসর সিরাজুল ইসলাম

দেশ রূপান্তর প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০৯:০৯

জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার উদ্ভাবক, প্রযোজক ও বাস্তবায়ক ইতিহাসবিদ সিরাজুল ইসলাম ছিলেন একাধারে জ্ঞানগর্ভ গবেষক আবার সরস রচনায় তার ফলাফল উপস্থাপক। তার লেখায় গবেষণার ফলাফল যেমন থাকত, তেমনি আবার গবেষণা ফল সবাইকে আকৃষ্ট ও আগ্রহ সৃষ্টির উপাদানে সমৃদ্ধ। তার গবেষণার কেন্দ্রে ছিল কৃষি অর্থনীতি, চিরস্থায়ী বন্দোবস্ত, বন্দোবস্ত-উত্তর কোম্পানি ও ব্রিটিশ আমলে ভূমি ব্যবস্থাপনা, ল্যান্ড রেকর্ড ও সার্ভে ও আর্থ-প্রশাসনিক বিষয়। তিনি ১৯৭৮/৭৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কমনওয়েলথ ফেলো, ১৯৯০/৯১ সালে সিনিয়র ফুল ব্রাইট, ২০০৪ সালে ব্রিটিশ অ্যাকাডেমি ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে কোম্পানি ও ব্রিটিশ আমলের আর্থ-প্রশাসনিক কর্মকাণ্ডের সুশীল গবেষক ও অথরিটি অভিধায় আখ্যায়িত করা হয়। লন্ডনের রয়েল সোসাইটি অব হিস্টোরিকাল স্টাডি’র তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি ফেলো। ভূমি ব্যবস্থাপনা ও আর্থ প্রশাসনিক বিষয়ে বহির্বিশ্বে সুপরিচিত তার অন্যতম তিনটি আকরগ্রন্থ Permanent Settlement in Bengal (Dhaka 1979); Villages in the Haor Basin of Bangladesh (Tokyo 1985), Bangladesh Land Tenure (Amsterdam 1983, Calcutta, 1985)|

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও