স্তন ক্যান্সার সচেতনতার এখনই সময়
ক্যান্সার মানেই মারাত্মক ব্যাধি ও আতঙ্কের নাম। এ আতঙ্কে যুক্ত হয়েছে স্তন ক্যান্সার। বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সার এখন সর্বাধিক। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। অজ্ঞতা, অপচিকিৎসা, কুসংস্কার ইত্যাদি কারণেই এ রোগে মৃত্যু ও মৃত্যুঝুঁকি বাড়ছে।
এ রোগ বিষয়ে সতর্ক থাকা সবার জন্য জরুরি। বেশিরভাগ স্তন ক্যান্সারের নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছু বিষয়কে স্তন ক্যান্সারের জন্য দায়ী বলে বিবেচনা করা হয়।