ভারতের ফেসুবক বোঝাই ফেক নিউজ আর মরদেহের ছবিতে
"গত তিন সপ্তাহে আমি যত মরদেহের ছবি দেখেছি আমার সারা জীবনেও আমি তা দেখিনি," একথা বলেছিলেন ভারতের একজন ফেসবুক গবেষক। ২০১৯ সালে তিন সপ্তাহের জন্য ফেসবুকের রেকমেনডেশন অ্যালগোরিদম নিয়ে তিনি কাজ করছিলেন।
তার ঐ রিপোর্টসহ আরো বেশি কিছু দলিলপত্রের নাম দেয়া হয়েছে 'ফেসবুক পেপারস'। সম্প্রতি নিউইয়র্ক টাইমসসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম ঐ রিপোর্টগুলি সংগ্রহ করেছে।
দলিলপত্র ঘেঁটে দেখা যাচ্ছে, ফেসবুকের সবচেয়ে বড় বাজার ভারতে ফেক নিউজ, ঘৃণাপূর্ণ ও জ্বালাময়ী পোস্টের বন্যা রোধ করতে ঐ বৃহৎ সোশাল মিডিয়া কোম্পানি এখন হিমশিম খাচ্ছে। এ যেন 'সহিংসতার উৎসব', বলছেন গবেষকরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে