চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় সংক্রমিত একজন মারা গেছেন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত শূন্য দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন নগরের। তিনজন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।