প্রাথমিক শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা কি সাড়ে ৬ টাকাই থাকবে?

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০৭:৫৮

শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বাংলাদেশে শিক্ষাস্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা। একটি শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রাথমিকের শিক্ষক হচ্ছেন শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের পথপ্রদর্শক। কিন্তু সেই শিক্ষকেরা কতটুকু মূল্যায়িত হন? সমাজের সরকারি-বেসরকারি অন্যান্য পেশার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ শিক্ষকতার এই পেশা?

বাস্তবতা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নানা ধরনের বঞ্চনা ও অবহেলার শিকার। এর মধ্যে শিক্ষকদের প্রদেয় টিফিন ভাতা অন্যতম। প্রাথমিকের শিক্ষকদের মাসিক টিফিন ভাতা বাবদ ২০০ টাকা দেওয়া হয়, যা গড়ে সাড়ে ৬ টাকার সামান্য বেশি, প্রায় ৬ টাকা ৬৬ পয়সা পড়ে। বর্তমান সময়ে এই যৎসামান্য টাকা দিয়ে এক কাপ চা-ও পাওয়া যায় না। প্রাথমিকের শিক্ষকদের স্কুলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য হালকা নাশতা করে খুব সকাল সকাল বের হতে হয়। অনেকেই আবার নাশতা না করেই বের হয়ে পড়েন। সেই বিবেচনায় এ টিফিন ভাতা কি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও