সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় মানববন্ধন
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এখন বাঙালির সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশিরা ১৫-১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার খিয়ংগিদোর খোয়াংজু শহরের উরিজল নামক বৌদ্ধবিহারে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বহু ধর্ম এবং সংস্কৃতির মনোরম চর্চা এবং সহাবস্থানের কারণে সর্বজনীন পূজা উদযাপন পরিষদের পরিচালনায় ও দক্ষিণ কোরিয়া পূজা পরিষদের প্রত্যক্ষ সহযোগিতায় তিন দিনব্যাপী দুর্গাপূজা উদযাপিত হয়।