মার্কিন ভিসার জন্য রুশ নাগরিকদের দৌড়াতে হবে পোল্যান্ডে
রাশিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে পাড়ি দিতে হবে সূদুর এক হাজার কিলোমিটার দূরের শহর ওয়ারশে। স্থানীয় সময় রোববার (২৪ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এখন থেকে রাশিয়ার মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুধু কূটনৈতিক ও সরকারি ভিসা দেওয়া হবে। বাকি সব ভিসা পেতে রুশ নাগরিকদের যেতে হবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে। এই মার্কিন দূতাবাসের দূরত্ব মস্কো থেকে এক হাজার দুইশ কিলোমিটার দূরে।
যেসব দেশে মার্কিন দূতাবাস নেই বা বিশেষ পরিস্থিতির কারণে যেখানে দূতাবাসের কর্মীরা তাদের ভিসা ব্যবহার করতে পারেন না, সেসব দেশের নাগরিকদের মার্কিন কূটনীতির পরিভাষায় বলা হয় 'হোমলেস ন্যাশনালস'। বর্তমানে রাশিয়ার নাগরিকরাও তাই।