শেয়ারবাজারে দরপতন নয়, সংশোধন হচ্ছে: বিশেষজ্ঞ
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে সূচক কমেছে ১২০ পয়েন্ট। চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৪২৬ পয়েন্ট। যা গত ৬ মাস ২১ দিনের মধ্যে উভয় পুঁজিবাজারে সর্বোচ্চ সূচক পতন।
পুঁজিবাজারের এমন পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছে দেশের বিনিয়োগকারীরা। তারা মনে করছেন শেয়ারবাজার আবারো ধসের মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় অনেকেই লোকসান হলেও পুঁজিবাজার ছেড়ে দিতে চাইছেন।