সুন্দরবনকে বাঁচাতে আট হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করল বিজ্ঞান মঞ্চ
ম্যানগ্রোভদের বিশাল বাহিনী গড়তে না পারলে সুন্দরবনের অস্তিত্ব বারে বারেই সঙ্কটে পড়বে। বিগত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট সেটা হাতেনাতে প্রমাণ করে ছেড়েছে। প্রাকৃতি দুর্যোগ থেকে নদীবাঁধকে রক্ষা করতে তাই ম্যানগ্রোভ গাছের চারা রোপণেই বেশি জোর দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।