গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র পরিবারে ফিরল লাশ হয়ে
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে শনিবার গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র নাঈমের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের একদল ডুবুরি। মৃত নাঈম উপজেলার চন্দনগাঁতি গ্রামের নূর নবীর ছেলে। সে সরকারি সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান জানান, ছাত্রটি নিখোঁজ হওয়ার পর রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি দল ও বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে রোববার সকাল ৯টার দিকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে