![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/10/24/image-285831-1635039777.jpg)
বাকিতে জেট ফুয়েল কিনে পদ্মা অয়েলকে টাকা দিচ্ছে না বিমান
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছ থেকে বকেয়া অর্থ আদায় করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানি পদ্মা অয়েল। বকেয়ার বিষয়ে এ দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিভিন্ন সময় আলোচনা করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। নিয়মিত বিরতিতে চিঠি চালাচালিও চলছে। তারপরও দেনা পরিশোধ করছে না বিমান।