'ধর্ম নিয়ে জোরজবরদস্তি চলবে না'

সমকাল আবু রুফাইদাহ রফিক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০৯:৪২

সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ককে বুঝি। ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্য।


সামাজিক জীব হিসেবে জীবন যাপন করতে গিয়ে মানুষকে নিজ ধর্ম পালনের পাশাপাশি পার্থিব বিষয়ে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখতে হয়। প্রতিবেশী ও সহকর্মী হিসেবে কিংবা ব্যবসায়িক বা অন্য কোনো লেনদেনের মাধ্যমে একে অপরের সঙ্গে বোঝাপড়া করতে হয়। এসব করতে গিয়ে ধর্মীয় সহনশীলতা বজায় না রাখলে জীবন যাপন কঠিন হয়ে পড়বে এবং সামাজিক অস্থিরতা বাড়তে থাকবে। ফলে স্বাভাবিক জীবন যাপনের পাশাপাশি নিজ ধর্মকর্ম পালনেও বাধাগ্রস্ত হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও