তালেবানের প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২০:৫৭
আফগানিস্তানকে স্থিতিশীল করতে তালেবান সরকারের প্রচেষ্টার প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া। জঙ্গি গোষ্ঠীগুলো পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করায় নিজেদের উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। আফগানিস্তান ইস্যুতে চীন ও পাকিস্তানসহ দশটি দেশ নিয়ে আয়োজিত বৈঠকে নিজেদের এই অবস্থান তুলে ধরেছে মস্কো।
মধ্য আগস্টে তালেবান আফগানিস্তান দখলের পর তালেবানের এটিই প্রথম হাই-প্রোফাইল আন্তর্জাতিক বৈঠক। বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, এক নতুন প্রশাসন এখন ক্ষমতায়। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আনতে আমরা তাদের প্রচেষ্টা দেখছি।