![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F10%2F20%2Faceea35d82c72078ba891ce452e03f50-61702c60543ad.jpg%3Fjadewits_media_id%3D754861)
তালেবানের প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২০:৫৭
আফগানিস্তানকে স্থিতিশীল করতে তালেবান সরকারের প্রচেষ্টার প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া। জঙ্গি গোষ্ঠীগুলো পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করায় নিজেদের উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। আফগানিস্তান ইস্যুতে চীন ও পাকিস্তানসহ দশটি দেশ নিয়ে আয়োজিত বৈঠকে নিজেদের এই অবস্থান তুলে ধরেছে মস্কো।
মধ্য আগস্টে তালেবান আফগানিস্তান দখলের পর তালেবানের এটিই প্রথম হাই-প্রোফাইল আন্তর্জাতিক বৈঠক। বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, এক নতুন প্রশাসন এখন ক্ষমতায়। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আনতে আমরা তাদের প্রচেষ্টা দেখছি।