![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2021/Oct/19/1634653571845.jpg&width=600&height=315&top=271)
ঐশীর স্বপ্নপূরণ
বার্তা২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ২০:২৬
খুব অল্পসময়েই শ্রোতাদের মনে স্থান করে নিয়েছেন সংগীতশিল্পী ঐশি। পড়াশোনা ও সংগীতজীবন দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন তিনি। যার ফলাফলও পেয়েছেন। গান গেয়ে দারুণ জনপ্রিয়তার পাশাপাশি পেয়েছেন নানা স্বীকৃতিও। অন্যদিকে সোমবার (১৮ অক্টোবর) জানালেন, পড়াশোনায়ও সাফল্য এসেছে তার। পূর্নাঙ্গ চিকিৎসক হিসেবে এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন তিনি। দিনটি দারুণ আনন্দের ঐশির জন্য।
- ট্যাগ:
- বিনোদন
- স্বপ্নপূরণ
- অনামিকা ঐশী