কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতারণা আর প্রতারকের নিবিড় চাষের কালে

দেশ রূপান্তর রুমিন ফারহানা প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ১০:১১

বাংলাদেশে বসবাস করে ‘মেইড ইন জিঞ্জিরা’ শোনেননি, এমন মানুষ বিরল। ছোটবেলা থেকে কোনো কিছু কেনার পর নকল মনে হলেই বুঝে যেতাম যতই রংচঙে মোড়ক হোক, জিনিসটি আসলে ‘মেইড ইন জিঞ্জিরা’। নকলকে অবিকল আসলের মতো ফুটিয়ে তুলতে জিঞ্জিরার কোনো বিকল্প নেই। তাদের এই দক্ষতা প্রায় শিল্পের পর্যায়ে। এই নকলের প্রসার কেবল পণ্যেই সীমাবদ্ধ থাকলে এক রকম ছিল। কিন্তু না, এখন নকল-পণ্য থেকে নকল-পেশাজীবী দুটোরই রমরমা চলছে দেশে। একবার ঢাকা জজ কোর্টে দেখি বিরাট বিলবোর্ড জুড়ে বেশকিছু মানুষের লাজুক মুখের ছবি। কালো কোট-টাই পরা মানুষগুলোর গলায় ঝুলছে ‘আমি টাউট’ লেখা কাগজ। খবর নিয়ে জানলাম, আইন বিষয়ে কোনো পড়াশোনা না থাকলেও আইনজীবী পরিচয় দিয়ে মক্কেল ধরছিলেন তারা। একইভাবে প্রায়ই পত্রিকায় দেখি ভুয়া ডাক্তারের খবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও