পাকিস্তানে যেভাবে নিয়োগ পান আইএসআইপ্রধান
ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মহাপরিচালক নিয়োগ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। আইএসআই প্রধান নিয়োগের ব্যাপারটি বরাবরই দেশটির আলোচনার কেন্দ্রে থাকে। তবে সম্প্রতি আইএসআই মহাপরিচালক নিয়োগের বিষয় নিয়ে বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আইএসআই প্রধান নিয়োগের পদ্ধতি সংবিধান বা সামরিক আইনে উল্লেখ করা হয়নি। অতীতের সব নিয়োগ ঐতিহ্য অনুসারে করা হয়েছিল। এ প্রক্রিয়ায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে তিনটি নাম প্রস্তাব করেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মহাপরিচালক
- প্রতিরক্ষা
- আইএসআই