![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/football-20211018214305.jpg)
ফুটবল ম্যাচ চলাকালীন গুলিবর্ষণ
ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক লড়াই। দর্শক ভর্তি গ্যালারী, পরিপূর্ণ মাঠ। কিন্তু মুহূর্তেই সব যেন বিষাদে রূপ নিল। হঠাৎ গুলি বর্ষিত হয় মাঠে। আহত হয়েছেন অনেকে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামায় ঘটেছে।
অ্যালাব্যামায় একটি কলেজ ফুটবল ম্যাচ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে গুলির আওয়াজে খেলোয়াড়রা মাঠে শুয়ে পড়েন। গ্যালারিতে থাকা দর্শকদের দৌড়াদৌড়িতে অনেকে পড়ে যান। কিছুক্ষণ শুয়ে থাকার পর খেলোয়াড়রা ড্রেসিংরুমের দিকে দৌড়ে যান।