কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম নামে ৩১ বছরের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শাহপুর গ্রামের সোলাইমান মিয়ার ছেলে। রবিউল ব্রাহ্মণবাড়িয়া গাজী পাম্প ও মোটর্সের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরেই ভাড়া বাসায় থাকতেন তিনি।