![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F10%2F18%2Ff79078e85bcd86b967a42f9e0411d94a-616d69e52dbae.jpg%3Fjadewits_media_id%3D754439)
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১টা থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
নৌ চলাচল বন্ধ থাকায় অন্য স্থান থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ বাইরে যেতে পারছেন না। উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।