![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F10%2F18%2F869c8f75fa391616b10ba4b9c0e8809d-616d6546f2c6b.jpg%3Fjadewits_media_id%3D754436)
বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট
বাজারে সয়াবিন ও পাম তেলের সংকট দেখা দিয়েছে। বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা সয়াবিন ও পাম তেল মজুত করছেন বলে অভিযোগ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিলিটার সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মন্ত্রী ও সচিবের অনুমোদন পেলেই কার্যকর হবে—এমন সংবাদ পেয়েই তারা সয়াবিন ও পাম তেল মজুত করছেন বলে খবর পাওয়া গেছে। বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।