![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F18%2F2-image-paraguana.jpg%3Fitok%3DmWTQN6l4)
কুয়েতে তেল শোধনাগারে আগুন, কয়েকজন কর্মী আহত
কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় শোধনাগারের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (কেএনপিসি) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- আহত
- তেল শোধনাগার