শার্শায় বিদেশি অস্ত্র-গুলি-ফেনসিডিল জব্দ
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে গোগা সীমান্তের একটি মাঠ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিজিবির সদস্যরা সীমান্তের কালিয়ানি গ্রামের মাঠে অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা। পরে ব্যাগ খুলে তার মধ্যে একটি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত অস্ত্র ও মাদক শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১১ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে