 
                    
                    আশুলিয়ায় ‘ক্লুলেস’ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
ঢাকার সাভারের আশুলিয়ায় আসবাবপত্র তৈরির কারখানার কর্মচারী রমজান মিয়া হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত রমজান মিয়া (১৯) ছিলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামের বাসিন্দা। তিনি তাঁর খালার সঙ্গে আশুলিয়ার জামগড়ার মোল্লাবাজার এলাকার ভাড়া থেকে শিমুলতলার ‘দি ভাই ভাই ফার্নিচার’ নামের একটি দোকানে কাজ করতেন। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার পলমল পোশাক কারখানার সামনে রমজান মিয়াকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                