ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আখতারুজ্জামান। আজ রোববার সকালে কলাভবনে পরীক্ষাকেন্দ্র ও শ্রেণিকক্ষ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে আজ। তবে প্রথম দিনে সব বিভাগ-ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা শুরু না হওয়ায় শিক্ষার্থীদের তেমন একটা ভিড় দেখা যায়নি।