![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsava-20211017133931.jpg)
ছেলের প্রতীক্ষায় এক যুগ
‘বাইত্তে থাকলে সংসার চালাইতো উঁ, এক যুগ অয়্যা গেলো আমার পুলাডা আর আইলো না।’ মলিন মুখে এ কথা বলছিলেন সন্তানের প্রতীক্ষায় এক যুগ পার করে দেওয়া তারামন বেগম। স্বামীহারা এ বৃদ্ধার ছেলে প্রায় ১২ বছর আগে নিখোঁজ হন। পরিবারে আর কেউ না থাকায় হয়নি কোনো পুলিশি অভিযোগও।