![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/17/dead-body-representational-image-170921-01.jpg/ALTERNATES/w640/dead-body-representational-image-170921-01.jpg)
গাজীপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চালককে গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন জানান। নিহত সাইফুল ইসলাম (৩০) শেরপুর জেলার শ্রীবর্দী থানার লাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর উত্তরখান থানা এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিনতাই
- হত্যা
- গলাকাটা মরদেহ
- ইজিবাইক