![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgopal-bg-20211015215723.jpg)
ঘাঘর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুপাড়ে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।