![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Ffd341d63-d889-4b67-a3bf-dd58e08e4a2e%252F245518394_364704002106833_7421326440488366460_n__1_.jpg%3Frect%3D0%252C144%252C960%252C540%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
চেয়ারে নিজেকে বেঁধে যা বোঝালেন কোহলি
টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে প্রায় এক মাস ধরে। টুর্নামেন্টের প্রথম দিন থেকে ফাইনাল পর্যন্ত ধরলে ২৮ দিন। অর্থাৎ ফাইনালে ওঠা দুই দলের খেলোয়াড়দের প্রায় এক জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থাকতে হবে। করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে এত দিন থাকতে কেমন লাগে, তা বুঝিয়ে দিলেন বিরাট কোহলি।