![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/10/14/183403_121074166_2f4f27ca-e0af-4db6-b38a-31b406ebff10.jpg)
করোনা ঠেকাতে কুকুর-বিড়াল হত্যা করছে ভিয়েতনাম
করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে ভিয়েতনামে। যেসব শহরে সংক্রমণ বাড়ছে অনেকেই সেখান থেকে কম সংক্রমণের এলাকায় চলে যাচ্ছেন। লং অ্যান প্রদেশ থেকে এক দম্পতি মোটরবাইকে করে শহর ছাড়েন। এ সময় তাদের সঙ্গে ছিল তাদের পোষা ১৫টি কুকুর, তিন আত্মীয় এবং ওই আত্মীয়দের তিনটি কুকুর ও একটি বিড়াল।