মনু নদের পাড়ে হচ্ছে ‘নিশ্বাসের জানালা’

প্রথম আলো মৌলভীবাজার সদর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১১:২৬

মনু নদের পাড় দিয়ে একসময় মানুষের হাঁটাচলা ছিল। এরপর বহুদিন ধরেই ছিল প্রায় পরিত্যক্ত। দখল, ঝোপঝাড়, আবর্জনা থাকায় পারতপক্ষে ও পথে কেউ আর পা বাড়ায়নি। সেই পাড়ই সাজছে সৌন্দর্যের নতুন চেহারায়। সড়ক, হাঁটার পথ, শিশুপার্ক, বনায়নের মাধ্যমে সাজানো হচ্ছে পাড়।


মৌলভীবাজার শহরের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদের শান্তিবাগ এলাকার পাড়ে মাসখানেক আগে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। শহরবাসীর একঘেয়ে, ক্লান্ত, বিধ্বস্ত সময়কে পাশ কাটিয়ে অবসর কাটানোর ক্ষেত্রে এই পাড়কে দারুণ জায়গা মনে করছে পৌর কর্তৃপক্ষ। এটিকে ‘নিশ্বাসের জানালা’ বলছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও